পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী সার্বিক উন্নয়ন সমিতির আয়োজনে ফুটবল টুর্নামেন্ট হল। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। সঙ্গে উপস্থিত ছিলেন খেজুরী তালপাটি কোস্টাল থানার ও সি চন্দ্রকান্ত শাসমল, শিক্ষক সৌমদেব দাস , শিক্ষক গোকুল আড়ি সহ অন্যান্য বিশিষ্ট মানুষ জন।

Post Views: 42