এগরায় সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল - Ekhansangbad

Select Language

[gtranslate]
২১শে আষাঢ়, ১৪৩২ শনিবার ( ৫ই জুলাই, ২০২৫ )

এগরায় সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল

পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের খালিনা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল কংগ্রেস। সোম ও মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দেওয়া এবং তোলার শেষ দিন ছিল। কিন্তু কোনও বিরোধী প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় তৃণমূল ন’টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল। লোকসভা নির্বাচনের পর এগরায় লাগাতার প্রত্যেকটি সমবায় নির্বাচনে হারছে বিজেপি ও অন্যান্য বিরোধী দলগুলি।

প্রসঙ্গত, গত গত কয়েকদিন আগে এগরা ১ ব্লকের পুরুন্দা সমবায় সমিতির নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল শাসক দল তৃণমূল। এবারেও সেই তাঁর পুনরাবৃত্তি হলো।

দলীয় সূত্রে জানা গিয়েছে, এনিয়ে এই বিদ্যাসভায় পরপর সমবায়ে ক্রমাগত জয় পেল তৃণমূল। বিরোধীরা কোথাও প্রার্থী দিতে পারেনি। কোথাও বা নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠ পেয়ে জিতছে শাসক দল তৃণমূল। এই সমবায় সমিতিতে মোট ভোটার ৮৩২। আসন চলো ৯টি। স্বাভাবিকভাবে জয়ের পর বিজয় উল্লাসে মাততে দেখা গেলো তৃণমূলকে।

একে অপরকে সবুজ আবির মাখিয়ে উল্লাস করতে দেখা গেলো তৃণমূল কর্মীদের। তৃণমূল কংগ্রেসের বরিদা অঞ্চল সভাপতি তথা এই সমবায় সমিতির প্রার্থী সিদ্বেশ্বর বেরা বলেন, এই জয় মা মাটি মানুষের জয়। এই জয় আমরা দলনেত্রী মমতা ব্যানার্জীকে উৎসর্গ করছি।

এলাকার বিধায়ক তথা কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান তরুণ কুমার মাইতি ফোনে জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন। উপস্থিত ছিলেন জেলা পরিদদের সদস্য শান্তনু নায়ক। সামনে ২৬ সের বিধানসভা নির্বাচনের আগে এই জয় শাসক দলকে বাড়তি অক্সিজেন যোগাবে বলে দাবী রাজনৈতিক মহলের।

স্থানীয় ব্লক বিজেপির সাধারণ সম্পাদক শক্তিপদ সাহু বলেন, গতকাল মনোনয়নের শেষ তারিখ ছিল, তাঁর আগের দিন আমাদের ভোটারদের নোটিস সার্ভ করা হয়েছে। রাতের অন্ধকারে নির্বাচন করাচ্ছে শাসকদল। তৃণমূল কংগ্রেস গণতন্ত্র মানেনা। এরা গণতন্ত্রের বিরোধী। এই সোসাইটি দীর্ঘদিন বন্ধ ছিল। এই সোসাইটির ক্যাশিয়ার আর্থিক তছরূপে মারা গেছে। আর্থিক তছরূপের কারণে এই সোসাইটি জর্জরিত তাই আমরা মনোনয়ন দেইনি।

Related News

01:54