Select Language

[gtranslate]
১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বৃহস্পতিবার ( ৪ঠা ডিসেম্বর, ২০২৫ )

বিনা নোটিশে ছাঁটাই:হলদিয়ায় বিক্ষোভ কর্মীদের

হলদিয়া বন্দরে কার্গো হ্যান্ডেল এজেন্সি এএম এন্টারপ্রাইজের অফিসের গেটঘেরাও করে বিক্ষোভ দেখালো কর্মচারীরা। অফিসে কোন অফিসার ঢুকতে পারল না। অভিযোগ ৫৯ জন শ্রমিককে বিনা নোটিশে ছটাই করা হয়েছে।এর প্রতিবাদে আগে ডেপুটেশন দিয়েছিল কর্মীরা, সেই সময় ম্যানেজমেন্ট ১ তারিখ পর্যন্ত সময় নিয়েছিল। ১ তারিখের পর কোন সিদ্ধান্ত না নেওয়ায় সকাল সাড়ে আটটা থেকে এম এন্টারপ্রাইজের অফিসের গেটে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে।

 

এম এন্টারপ্রাইজে হলদিয়া বন্দরে কাট টু গেটে ছাঁটাই শ্রমিকদের সাথে দেখা করেন হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল।

 

বিধায়িকা তাপসী মন্ডল বলেন সন্ধ্যে ছটা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছি তারমধ্যে বাদ দেওয়া শ্রমিকদেরকে নিয়োগ করতে হবে,না হলে আগামীকাল ওই সংস্থার যত অফিস আছে সমস্ত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো হবে।

 

স্থানীয় তৃনমূল নেতা সেক আজগর আলী বলেন ম্যানেজমেন্ট চক্রান্ত করে এই শ্রমিকদেরকে বাদ দিয়ে বাহিরের থেকে কম মজুরি দিয়ে অবৈধ শ্রমিকদেরকে নিয়ে কাজ করাচ্ছে। এখানে একটা চক্রান্ত কাজ করছে। শ্রমিকরা বলেন কোন কারণ ছাড়াই তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয় হঠাৎ করে গেট পাস লক করে দেওয়া হয়। এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

Related News

Also Read

15:19