প্রদীপ কুমার সিংহ
কিছুদিন আগে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ১০০ দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকারকে দিতে হবে।
সারা ভারত ক্ষেত মজুরি ইউনিয়নের পক্ষ থেকে বারুইপুর পদ্মপুকুরে সিপিআইএমে পার্টির অফিস থেকে বারুইপুর মহকুমা শাসক অফিস পর্যন্ত একটি মিছিল করে বিভিন্ন দাবিতে। একশ দিনের কাজ চালু কর ও জব কার্ডে কাজ দাও, শ্রমিকদের কাজে মজুরির টাকা বাড়ানোর , শ্রম কাজে শ্রম মজুরি দিতে হবে, গরিব বঞ্চিতদের ঘর ও সামাজিক সুরক্ষা দিতে হবে, পঞ্চায়েত ও পৌরসভার দুর্নীতি দলবাজি বন্ধ করতে হবে, সহ বিভিন্ন দাবিতে বুধবার দুপুরে বারুইপুর মহ কুমার শাসক অফিস অভিযান করে।
এই মিছিলে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকা থেকে মহিলা ও পুরুষ অংশগ্রহণ করে। এই মর্মে মহ কুমার শাসকের হাতে একটি স্বাক্ষর লিপি দেবে। সারা বাংলা ক্ষেতমজুরি ইউনিয়নের এক সদস্য বলেন বিভিন্ন দাবিতে আমরা মহাকুমা শাসকের অফিসে অভিযান চালাচ্ছি এবং একটি স্বাক্ষর লিপি জমা দিচ্ছি। যদি আমাদের দাবি মানা না হয় আগামীদিনে বৃহত্তর আন্দোলন করবেন।