নিখিল বঙ্গ শিক্ষক সমিতি পূর্ব মেদনীপুর জেলা কাঁথি ১ আঞ্চলিক শাখার উদ্যোগে কাঁথি ক্ষেত্র মোহান বিদ্যাভবনে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরে উদ্বোধক ছিলেন কাঁথি সুধীর কুমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক বসন্ত কুমার ঘোড়াই, প্রধান অতিথি হিসেবে ছিলেন নিখিল বঙ্গ শিক্ষক সমিতি পূর্ব মেদিনীপুর জেলা শাখার সম্পাদক, এবিটিএ শিক্ষা ও সাহিত্যের সাধারণ সম্পাদক রানা ভট্টাচার্য, ছোট্ট সভায় বক্তারা বলেন ,নিখিল বঙ্গ শিক্ষক সমিতি আঞ্চলিক শাখা মহকুমা শাখা এবং জেলা শাখার সমস্ত স্তরেই সাংস্কৃতিক অনুষ্ঠানসহ রক্তদান শিবির কে গুরুত্ব দেয়া হয়।

সমাজে আর্ত মানুষদের প্রয়োজনের রক্তের দরকার। রাজ্যের হাসপাতালগুলোতে প্রতিদিন যে পরিমাণ রক্তের প্রয়োজন সেই পরিমাণ রক্তের অপ্রতুলতা আছে। ফলে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি তার সামাজিক দায়বদ্ধতা পালন করে থাকে রক্তদানের মাধ্যমে। এই রক্তদান শিবিরে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সদস্য, অভিভাবক এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন।রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এবিটিএ কাঁথি মহকুমা সম্পাদক দীপক প্রধান, আয়োজক সংস্থা কাঁথি-১ এবিটিএ আঞ্চলিক শাখার সম্পাদক শংকর ভূঁইয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য বিধান ধাড়া, প্রাক্তন নেতৃত্ব ড:জয়ন্ত রায়, অশোক দাস প্রমুখ। রক্তদান শিবিরে ৪৮জন পুরুষ ও ১০ জন মহিলা মোট ৫৮ জন রক্তদাতা রক্ত দান করেন। রক্ত গোলাপ দিয়ে তাদের সম্বর্ধিত করা হয়।





