Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

এক নির্মীয়মান বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে মহিলার দেহ উদ্ধার ।

প্রদীপ কুমার সিংহ :- নির্মীয়মান একটি বাড়ির সেফটিক ট্রাঙ্ক থেকে অজ্ঞাত পরিচয় এক যুবতীর দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার কুস্তিযায়।

এই নির্মীয়মান বাড়িতে কেউ থাকত না। বাড়ির সেফটিক ট্রাঙ্ক বাড়ির বাইরের দিকে ছিল। এখনো পর্যন্ত বসবাস শুরু না করায় সেফটিক ট্রাঙ্কে ঢাকনা দেওয়া ছিল না বলে জানা গিয়েছে। ইতিমধ্যে নির্মীয়মান বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও পুলিস সুত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে এলাকার কিছু বাচ্চা খেলার সময় ঐদিকে যায়। তারা একটা পচা গন্ধ পায়। উঁকি মেরে দেখতে গিয়ে দেখে এক মহিলার নগ্ন দেহ পড়ে রয়েছে। তারাই খবর দেয় বড়দের। খবর যায় সোনারপুর থানাতেও।

সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে। দেহ পচতে শুরু করেছিল বলে জানা গিয়েছে। তবে যুবতী এই এলাকার বাসিন্দা নয়। দেহ আজ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দা সহ একাধিক জনকে এই ঘটনায় ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে এখনো পর্যন্ত কোনো হদিস পাওয়া যায়নি।

Related News