Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

ভোট পরবর্তী পুলিশে রদ বদল  ফেরালনো হল পূর্বতন পদে অনেককে

লোকসভা ভোট পর্ব শেষ হতে মঙ্গলবার পুলিশে রদবদল ঘটানো হল রাজ্যের সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলাতেও। পূর্ব মেদিনীপুরের কাঁথির এসডিপিও পদে ফেরানো হল দিবাকর দাসকে। নির্বাচনের আগে এই অফিসারকে বদলির নির্দেশ দিয়েছিলেন নির্বাচন  কমিশন।নির্বাচনের সঙ্গে সম্পর্ক নেই এমন সব পদে পাঠানো হয়েছিল এইসব পুলিশকর্তাদের।পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির এসডিপিও দিবাকর দাস কে বদলি করা হয়েছিল আইবি দফতরে।

নির্বাচনে নির্দেশ অনুযায়ী কাঁথির নতুন এস ডি পিও করা হয় আজাহারকে।তিনি দার্জিলিংয়ের ডিএসপি ছিলেন। সেই আজাহার আবার ফিরলেন তার পুরনো পদে।মঙ্গলবার চারজন এসডিপিওর পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপারকেও বদলি করা হয়। ভোটের সময় কমিশনের নির্দেশে ওই জেলার পুলিশ সুপারের দায়িত্ব নিয়েছিলেন সৌম্যদীপ ভট্টাচার্য। তাকে সরিয়ে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার করা হয় অমিত বর্মাকে।প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, এর পাশাপাশি আর যে যে থানার ওসিদে’র নির্বাচন  কমিশন বদলি করেছে তাদেরকেও ফিরিয়ে আনা হয়। সে যদি থানা ও তালপাটি কোস্টাল থানা ওসি বদল হয় খেজুরি থানার নতুন ওসির দায়িত্ব পেয়েছেন রাজু কুন্ডু। আর তালপাটি কোস্টাল থানার পার্থপ্রতিম মাইতি। বর্তমান খেজুরির ওসি সোমনাথ শীট এবং তালপাটি ঘাটের চন্দ্রকান্ত শাসমল কে বদলি করা হয়েছে ডি আই বি দপ্তরে ।সোমবারে এই বদলি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।

Related News

Also Read