Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

শিল্পদ্যোগীদের সমন্বয় বৈঠকে ফুলচাষী ও ফুলব্যবসায়ীদের দাবী

ক্ষুদ্র শিল্পের বিস্তার ঘটানোর লক্ষ্যে আজ কোলাঘাটের বলাকা মঞ্চে রাজ্যের এম এস এম ই দপ্তরের উদ্যোগ অবিভক্ত মেদিনীপুর জেলার আধিকারিক সহ শিল্পদ্যোগীদের নিয়ে অনুষ্ঠিত সমন্বয় বৈঠকের দ্বিতীয় অধিবেশনে সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার ফুলচাষী ও ফুলব্যবসায়ীদের ফুল বাজার(দেউলিয়া ও কোলাঘাট)সংক্রান্ত, ফুল(লোকাল ট্রেন,এক্সপ্রেস ট্রেন, বাসের ছাদে)পরিবহন,ফুল থেকে উপজাত(সুগন্ধি,রঙ)সামগ্রী তৈরীর কারখানা নির্মাণের জন্য প্রশাসনিক উদ্যোগে জোরালো দাবী জানান।

 

দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পান্ডে এ ব্যাপারে পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে অবিলম্বে যথাযথ উদ্যোগ গ্রহণের অনুরোধ করেন।

Related News

Also Read