Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

।। জবা ফুলের দর আকাশ ছোঁয়া ।।

আজ কালীপূজা। এই পূজার জন্য আবশ্যক জবা ফুল। গত কয়েকদিন ঠান্ডার আমেজ অনুভূত হওয়ায় এক ধাক্কায় ওই ফুলের ফলন অনেকটাই কমে গিয়েছে।
সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন,কলকাতার মল্লিকঘাট সহ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট এবং দেউলিয়া ফুলবাজারে আজ জবা বিক্রি হচ্ছে এক হাজারটি কুঁড়ি ১২০০ থেকে ১৩০০ টাকায়। একদিনে বিরাট সংখ্যক ফুলের চাহিদা থাকায় ব্যবসায়ীরা আগে থেকেই ফুল হিমঘরে মজুত রেখেছিল।


জবা ফুলের দাম বেশ ঊর্ধুমুখী থাকলেও অন্যান্য ফুলের দাম ছিল পূজা উদ্যোক্তাদের প্রায় লাগালের মধ্যে। রজনীগন্ধা ১০০ টাকা প্রতি কেজি, লাল ঝুরো গাঁদা ৪০ টাকা, হলুদ গাঁদা ৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে অপরাজিতা বিক্রি হয়েছে ৪০০ টাকা কেজি, পদ্ম প্রতি পিস ১৩ থেকে ১৫ টাকা দরে বিক্রি হয়েছে যা খানিকটা বেশী।

Related News

Also Read