সকাল থেকে বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট ফাউন্ডেশন ডে এবং ডক্টরস ডে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করল লায়ন্স ক্লাব অফ কন্টাই, লিও ক্লাব অব কন্টাই এবং লায়োনের ক্লাব অফ কন্টাই। সকালে শ্মশানের পরিবেশ কে দূষণমুক্ত রাখতে কাঁথির রাঙ্গামাটি শ্মশানে লিও ক্লাব অব কন্টাই এর পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হয়। তারপর সকালে কাঁথি মুসলিম গার্লস হাই স্কুলের ক্যাম্পাসে বৃক্ষরোপণ করে লিও ক্লাব এবং লায়নেস ক্লাব। তারপরেই শুরু হয় ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য বিষয়ক সচেতনতা শিবির।স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ১৪৭ জনে ছাত্রীর থ্যালাসেমিয়া বাহক নির্ণয়ের জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হয়।

৫০ জনের চক্ষু পরীক্ষা করলেও ১২ জনকে বিনামূল্যে চশমা দেওয়ার ব্যবস্থা করা হয়। ৬০ জন ছাত্রীর দাঁতের পরীক্ষা করেন দন্ত বিশেষজ্ঞ ডাক্তারবাবুগন। মানসিক বিষয়, হ্যান্ডওয়াশ হাইজিন, এবং পুষ্টি বিষয়ক সচেতনতা প্রদান করা হয়। শিবির পরিচালনা করতে সহযোগিতা করেছেন কাঁথি মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ এবং লায়ন্স ক্লাব ও কন্টই এর সমস্ত চিকিৎসকবৃন্দ। এই শিবির পরিচালনা করেন লায়ন্স ক্লাবের সদস্য ডাঃ অনুতোষ পট্টনায়ক।সমগ্র কর্মসূচিতে সহযোগিতা করেন কাঁথি মুসলিম গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী শাসমল পন্ডা সহ সমস্ত শিক্ষিকা ও শিক্ষা কর্মীবৃন্দ। ক্লাব গৃহে মনোরম সান্ধ্য অনুষ্ঠানে বিশিষ্ট ৩ জন অতিথি চিকিৎসক এবং ১৫ জন ক্লাব সদস্য চিকিৎসকদের সম্বর্ধিত করা হয়। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলন এবং উদ্বোধনী সংগীতের মাধ্যম। তারপরেই প্রয়াত চিকিৎসকদের স্মরণ করা হয়।সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে কাঁথি মহকুমা হাসপাতালের সুপার ডাঃঅরূপ রতন করন, ডাঃ দেবীপ্রসাদ নন্দী, লায়ন ক্লাবের এম জে এফ, ভিডিজি ডাঃ সুমিত্র মাইতি, এবং ক্লাব সদস্য ডাঃ অনুতোষ পট্টনায়ক, ডাঃনন্দিতা পট্টনায়ক, ডাঃজিকে ঘোষ, ডাঃস্মিতা মাইতি ভূঁইয়া, ডাঃসংযুক্তা ব্যানার্জি, ডাঃরাহুল দেব জানা, ডাঃগৌতম জানা, ডাঃঅশোক মিদ্যা,ডাঃসুধাংশু আচার্য, ডাঃসুব্রত প্রধান, ডাঃনির্মল দাস, ডাঃসুতন দত্ত, ডাঃঅনিমেষ সর ডাঃ,বি কে সামন্ত ডাঃতথাগত দাস প্রমুখ।চিকিৎসকদের চন্দনের ফোঁটা উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়।স্মারক,মানপত্র ও উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। সান্ধ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি সান্তনু গিরি। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অশোক নন্দ।






