প্রদীপ কুমার মাইতি:-বিশ্ব নবী দিবসে মানবিক ‘আঞ্জুমান ইমদাদুল মুসলিমিন’। অসহায় দুঃস্থ বস্তিবাসীদের দেওয়া হল উপহার সামগ্রী।
মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের বৈঁচাতে ‘আঞ্জুমান ইমদাদুল মুসলিমিন’ এর তরফে কয়েকশো বস্তিবাসীদের দেওয়া হল নানাবিধ প্রয়োজনীয় উপহার সামগ্রী ।
এদিন দুঃস্থ বস্তিবাসীদের বিশেষ আর্থিক সাহায্য, শাড়ি, লুঙ্গী-সহ নানা সামগ্রী দেওয়া হয়েছে। অসহায় দুঃস্থ বস্তিবাসীরা উপহার সামগ্রী পেয়ে খুবই খুশি। পাশাপাশি এলাকায় শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানানো হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলানা আব্দুল গফুর হাবিবি, মৌলানা জহিরুদ্দীন রিজভি, মৌলানা রুস্তুম আলি, সমাজসেবী মীর সেরাজুল আলি, নাসের হোসেন, আইজাদ হোসেন ও রেজাউল হোসেন প্রমুখ।
Post Views: 20