পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের ও এগরা পশ্চিম চক্রের আরবিসি গ্রাম পঞ্চায়েতের আমদেই কাদেরিয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিন স্কুলের ছাত্র ছাত্রীরা নাচ, গান, আবৃত্তি পরিবেশন করে। পাশাপাশি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সফলদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। এদিন কচি কাঁচাদের দ্বারা আয়োজিত হয় শারদ অনুষ্ঠা দেখার জন্য এলাকার বহু মানুষ ভিড় জমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, এগরা ১ ব্লকের বিডিও সুমন ঘোষ, আরবিসি গ্রাম পঞ্চায়েত প্রধান রউফ হোসেন , এস.আই অভিজিৎ মন্ডল, অবতার খান, স্কুলের প্রধান শিক্ষক তাপস কুমার জানা, মানস বেরা প্রমূখ।


Post Views: 43