Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

।। পটাশপুরে তৃনমূলের সাংগঠনিক সভা ।।

সোমবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ ব্লকের ব্রজলালপুর গ্রাম পঞ্চায়েতের গোয়ালদাতে সাংগঠনিক বৈঠক করল তৃণমূল।


তৃণমূল নেতৃত্বের দাবি নেতা নয় কর্মীরাই দলের আসল সম্পদ। তাই আগামী পঞ্চায়েত নির্বাচনে বুথস্তরে সংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে। পাশাপাশি বর্তমান রাজ্য সরকারের উন্নয়নমূলক জনমুখী প্রকল্পের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। দলের সমস্ত নেতা-কর্মীদেরদের সঙ্গে নিয়েই একত্রিত হয়ে কাজ করার বার্তা দেওয়া হয়।


উপস্থিত ছিলেন পটাশপুর ১ ব্লক তৃণমূল সভাপতি পিজুস কান্তি পন্ডা, দলের ব্লক সহ-সভাপতি বিনয় পট্টনায়ক, শেখ মকসেদ আলি খান, স্থানীয় পঞ্চায়েত সদস্য বাপি কুমার পাত্র, দলের অঞ্চল তৃণমূল সভাপতি চম্পক কুমার মন্ডল প্রমুখ।

Related News