Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

উন্নয়ন তহবিলের অনুমোদিত রাস্তা পরিদর্শন করলেন সুমিতা সিনহা

পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের বামুনিয়া অঞ্চলে ” বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল” অনুমোদিত রাস্তা পরিদর্শন করলেন উত্তর কাঁথির  বিধায়িকা  সুমিতা সিনহা ।

এলাকাবাসীর বহু দিনের দাবি পূরণ হওয়ায় তাদের আনন্দের সঞ্চার হয়েছে। বিধায়ক সুমিতা সিনহা বলেন – গত তিন বছরে আমার সংশ্লিষ্ট বিধানসভায় যথাসাধ্য  কাজ করতে পেরেছি। বাকি কাজের জন্য নথি জমা দেওয়া আছে। জনস্বার্থে কাজের জন্য এই টাকা আমি খরচ করতে পারছি না। প্রশাসনের সর্বস্তরে প্রয়োজনীয় উদ্যোগ না থাকায় উন্নয়ন আটকে থাকছে। পরবর্তী টাকা পেতেও অসুবিধা তৈরি হচ্ছে।

তিনি অভিযোগ করেন কাজ আটকে রাখলে বিধায়ক কাজ করেন না, সেটা বলার সুবিধা হবে। কিন্তু নথি কথা বলবে। প্রশাসনিক স্তরে কোথায় গাফিলতি হয়েছে, তদন্ত করলেই জানা যাবে।

তিনি আরও দাবি করেন – এলাকার উন্নয়নের স্বার্থে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে সঠিকভাবে কাজ বাস্তবায়নের জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক সরকার।ইউসি জমার উপর এক একটি বিধানসভা এলাকায় ওই স্কিমে কাজের অগ্রগতি নির্ভর করে। বিভিন্ন সংস্থার মাধ্যমে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের কাজকর্ম হয়। তাই এক্ষেত্রে কাজে গতি আনতে ব্লক প্রশাসনের নজরদারি আবশ্যক।

Related News

Also Read