Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

হলদিয়া পৌরসভা এলাকায় ডেঙ্গু আক্রান্ত ৮ জন

রাজ্য জুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া পৌরসভা প্রথম থেকে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করেছেন। তারপরেও পৌরসভায় ৮ জন ডেঙ্গু আক্রান্তের এখনো অবধি সন্ধান পাওয়া গেছে ।


বিভিন্ন কল কারখানা থাকায় বিভিন্ন রাজ্যের মানুষ আনাগোনা রয়েছে শিল্প শহরে হলদিয়ার সাথে। হলদিয়া পৌর এলাকায় ২২-২৬ -২৯ এবং ২ -৩-৪-৬ নম্বর ওয়ার্ডে মোট ৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন সমীক্ষায় ধরা পড়েছে ।‌‌

পৌরসভা সুত্রে জানা গেছে প্রত্যেকদিন ডেঙ্গু বিষয় নিয়ে পর্যালোচনা সভা চলছে।বাড়ি বাড়ি সমীক্ষা করা ডেঙ্গু বিষয় নিয়ে প্রচার চলছেন বললেন স্বাস্থ্য দপ্তরের নোডাল অফিসার । 


সূত্রে জানা যায় ওরা কলিকাতা সহ বিভিন্ন জায়গায় কাজকর্ম করতেন আক্রান্ত অবস্থায় বাড়ি ফিরেছেন। তবে হলদিয়া পৌরসভার স্বাস্থ্যকর্মী এবং ডেঙ্গু কর্মীরা নজরে রেখেছেন। এখন পর্যন্ত সুস্থ আছেন বলে জানা যায়। শিল্প শহরে ডেঙ্গু প্রতিরোধ করতে ৩রা আগস্ট থেকে ১৪ ই আগস্ট পর্যন্ত বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে ডেঙ্গু মুক্ত হলদিয়া ঘোষণা করার জন্য। জানালেন হলদিয়া পৌরসভার এক্সিকিউটিভ অফিসার তাপস মুখোপাধ্যায়।

Related News