প্রদীপ কুমার মাইতি
দুপুরিয়া মাতম অনুষ্ঠানে মাতল পটাশপুরের বাগমারি। শনিবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর -২ ব্লকের বাগমারি মহরম কমিটির উদ্যোগে আয়োজিত হয় দুপুরিয়া মাতম অনুষ্ঠান।
এ দিন স্থানীয় এলাকা কয়েক হাজার অনুষ্ঠানে সামিল হন। উপস্থিত ছিলেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, বিশিষ্ট সমাজসেবী মির্জা নাসের হোসেন বেগ ও মির্জা বাদশা বেগ প্রমুখ।
আয়োজক সংগঠনের প্রধান উদ্যোক্তা ও সম্পাদক সাত্তার সাহা জানিয়েছেন, এটি আমাদের কাছে খুবই প্রাচীন এবং ঐতিহাসিক অনুষ্ঠান। তবে মহরম উৎসব উপলক্ষ্যে মানুষের মঙ্গল কামনায় মাজার শরিফের অর্থাৎ পীর সাহেবের অনুষ্ঠানটি আমরা করে আসছি। কিন্তু এ দিন পীর সাহেবের কোটগড়ায় এসে অগণিত মানুষ চাদর চড়ান এবং প্রসাদ গ্রহণ করেন।
Post Views: 15