অনলাইন জুয়ার ঠেকে হানা দিয়ে এক যুবককে গ্রেফতার করলো পটাশপুর থানার পুলিশ। মঙ্গলবার রাত ১১টা নাগাদ মংলামাড়োতে হানা দেয় পটাশপুর থানার পুলিশ। বন্ধ দোকানের মধ্যে অনলাইন জুয়ার রমরমা চলছিল।
সেই অভিযানে এক যুবককে গ্রেফতারের পাশাপাশি কয়েকটি কম্পিউটার, প্রিন্টার, ডিভাইস, সহ অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করে। ধৃত যুবক ভগবানপুরের বাসিন্দা।ধৃত রবিন আড়িকে বুধবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হেফাজতের নির্দেশ দেন।
উল্লেখ্য জুয়া এবং মদের কারবারইদের দৌরাত্ম দিন দিন বাড়ছে। এই নিয়ে চিন্তায় পড়েছে এগরা মহকুমা পুলিশ প্রশাসন। জুয়ার ঠেকে অনেকে থাকলেও সবাই পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।


Post Views: 73





