Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

মেছেদায় ইন্ডিয়ান কংক্রিট ইনস্টিটিউটের পঞ্চম বর্ষপূর্তি  অনুষ্ঠান।

পূর্ব মেদিনীপুরের মেছেদায় ইন্ডিয়ান কংক্রিট ইনস্টিটিউটের পঞ্চম বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হলো  এক সভাগৃহে।গত ২০২০ সালের ২৫ জুলাই  পথচলা শুরু করেছিলো সিভিল ইঞ্জিনিয়ারদের এই সংস্থাটির।

আজ এই উপলক্ষে  সদস্যদের নিয়ে একটি সভা আয়োজিত হয়।আগামী ২ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।এতদিন এই সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন শ্যামসুন্দর পাখিরা।তবে আগামী ২ বছরের জন্য নতুন চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া হলো কার্তিক চন্দ্র করণকে।

এদিনের এই কর্মসূচীতে একাধিক উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে আলোচনা হয়।পাশাপাশি সবুজায়নের লক্ষে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়।

Related News