প্রদীপ কুমার সিংহ :- কিছুদিন আগে বারুইপুর পদ্মপুকুর থেকে ক্যানিং হয়ে ঝড়খালি, চুনাখালি ও গদখালী পর্যন্ত বাস রুট চালু করেছিল অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এই বাস গুলি বারুইপুর পদ্মপুকুর থেকে ছাড়তো। কিন্তু এই বাসগুলি কোন স্ট্যান্ড ছিল না। রবিবার পদ্মপুকুরে একটি বাস স্ট্যান্ড শিলান্যাস সেই সঙ্গে পদ্মপুকুর জোড়া মন্দিরে পাশে একটি শ্মশান আছে সেখানে বহু মহিলা আসে। জোড়া মন্দির ঘাটে শিবরাত্রি, ভীম একাদশী বিভিন্ন সময় বহু মহিলা স্নান করতে আসে। তাদের কাপড় ছাড়ার কোন জায়গা ছিল না। সে কথা মাথায় রেখে মহিলাদের জন্য একটি বাথরুম,প্রতীক্ষালয় ও কমিউনিটির হলের শিলান্যাস করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান ব্যানার্জীর প্রচেষ্টায় এবং দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদের সভাধিপতি নিলীমা মিস্ত্রীর (বিশাল) সহযোগিতায় কল্যানপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ জোড়ামন্দির শ্মশান ও বিসর্জন ঘাট সংলগ্ন দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদ ও এলাকার বিধায়ক এর উন্নয়ন তহবিল হইতে “মহিলাদের জন্য বাথরুম, প্রতিক্ষালয় সহ আধুনিক বাসস্টান্ড ও কমিউনিটি হলের শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আনুমানিক ১.৫ কোটি টাকা ব্যায়ে কমিউনিটি হল,আনুমানিক ৫০,০০০০ টাকা ব্যায়ে মহিলাদের বাথরুম, প্রতিক্ষালয় এবং আধুনিক বাসস্টান্ড নির্মিত হবে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন সকল প্রকল্পের সমাপ্তির সময় সীমা- ৬ মাস ধার্য করা হয়েছে। ছয় মাস পরে আমি প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতে কেটে এই প্রকল্পগুলি উদ্বোধন করব।
