সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়ন বসন্তিয়া অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হলো কৃষ্ণলালচ গ্রামে । সম্মেলনের পূর্বে শ্যামচক থেকে একটি সুদৃশ্য মিছিল চার-পাঁচখানা গ্রাম পরিক্রমা করে সম্মেলন মঞ্চের কাছে এসে পৌঁছায়, সম্মেলনের শুরুতে শহীদ বেদীতে সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী সংগঠনের রক্ত পতাকা উত্তোলন করেন এলাকার বর্শীয়ান বামপন্থী নেতা কানাই হাজরা।

সম্মেলনে উদ্বোধন করেন সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলী সদস্য তাপস মিশ্র। সম্মেলনে ৪৭ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সম্পাদকীয় প্রতিবেদন রাখেন বিদায় সম্পাদক সনাতন বেরা। প্রতিবেদনের উপর আলোচনা করেন ১১জন প্রতিনিধি।
সম্মেলনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সারা ভারত খেতমজুর ও গ্রামীন শ্রমজীবী ইউনিয়ন দেশপ্রাণ ব্লক কমিটির সম্পাদক চন্দন দাস, ব্লক কমিটির সদস্য শেখ সেলাবত, পুষ্পেন্দু জানা ,। বক্তা গন ১০০দিনের কাজে ফিরিয়ে আনতে ,১০০ দিনের কাজকে ২০০ দিনকাজের৬০০ টাকা মজুরির দাবির আন্দোলন জোরদার করার আহ্বান জানান। উত্তম কর মহাপাত্র কে সভাপতি ও বিষ্ণুপদ বারুইকে সম্পাদক করে ৮জনের কমিটি তৈরি হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি দেশপ্রাণ আঞ্চলিক কমিটির সম্পাদিকা মাধুরী দাস, কৃষক নেতা পৃথ্বীরাজ শীট, জহরলাল দাস ,জন্মেনজয় মিশ্র , অসিত পাত্র ,সুপ্রভাত সাউ প্রমূখ।





