প্লাস্টিক দূষন প্রতিরোধে উদ্যোগ সাবাজপুট পঞ্চায়েতের - Ekhansangbad

Select Language

[gtranslate]
৮ই শ্রাবণ, ১৪৩২ বুধবার ( ২৩শে জুলাই, ২০২৫ )

প্লাস্টিক দূষন প্রতিরোধে উদ্যোগ সাবাজপুট পঞ্চায়েতের

প্লাস্টিকের দূষণ প্রতিরোধের মাধ্যমে কর্মসংস্থানে উদ্যোগী হল কাঁথি ১ ব্লকের সাবাজপুট গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত প্রধান রাম গোবিন্দ দাস জানালেন পরিতক্ত প্লাস্টিক থেকে বিভিন্ন সামগ্রী উৎপাদনের একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। তার জন্য প্রয়োজনীয় মেশিনপত্র বসানোর কাজ শুরু হয়েছে।

 

জেলাশাসকের নির্দেশে জেলা পরিষদের অর্থনুকুল্যে কাঁথি ১ ব্লকের বিডিও র উদ্যোগে এবং সহযোগিতায় এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। রাম গোবিন্দ বাবু ও আশাবাদী এই প্রকল্পের কাজ আগামী ১৫ আগস্টের আগে সম্পূর্ণ হবে এবং ১৫ আগস্ট এই প্রকল্পের উদ্বোধন হবে।

 

এই প্রকল্পের মাধ্যমে পরিত্যক্ত প্লাস্টিককে রিসাইকেল পদ্ধতিতে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রি তৈরি হবে। যার ফলে এই এলাকা নয় কমপক্ষে পাঁচটি ব্লক এলাকা কে প্লাস্টিক দূষণমুক্ত রাখা সম্ভব হবে। এর মাধ্যমে কর্মসংস্থান ও হবে। বিভিন্ন এলাকায় মানুষকে সচেতন করে ব্যবহৃত প্লাস্টিক গুলোকে সংগ্রহ করে রাখার জন্য উৎসাহিত করা হবে। সেই প্লাস্টিক সংগ্রহ করবে বিভিন্ন এলাকায় কর্মীরা। এছাড়াও উৎপাদিত সামগ্রী বিক্রি করার ক্ষেত্রে বহু যুবক-যুবতীর কর্মসংস্থানের একটি বড় সম্ভাবনা রয়েছে।

 

তিনি আশাবাদী এলাকার বহু মানুষ এই প্রকল্পর সঙ্গে যুক্ত হয়ে নিজেদের রুজি রোজগার করতে পারবে। এই পরিত্যক্ত প্লাস্টিক গুলিকে বয়ে নিয়ে আসার জন্য বিভিন্ন এলাকায় টোটকে ব্যবহার করা হবে। ফলে টোটো চালকেরও কর্মসংস্থান হবে। এই জেলায় এই ধরনের প্রকল্প পটাশপুর ছাড়া অন্য কোথাও নেই।এই প্রকল্পকে এখানকার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত করে দেয়া হবে।এর মাধ্যমে এলাকাকে প্লাস্টিক দূষণ মুক্ত রাখা সম্ভব হবে।

Related News

23:38