তারকেশ্বর থেকে দিঘায় ঘুরতে এসে সমুদ্রে তলিয়ে মৃত্যু হল স্বপন মালিক নামের এক যুবকের। বছর ২৫ এর এই যুবক কর্মরত ছিলেন একটি বেসরকারি সংস্থায়। সোমবার দুপুর দুটো নাগাদ পুরানো দিঘায় সি-হক ঘোলা সমুদ্র সৈকতে ঘটে ঘটনাটি। স্থানীয় সূত্রে খবর, দিঘা মোহনা থানার উত্তর খাদাল গোবরার বাসিন্দা মামা তপন সানার বাড়িতে এসেছিলেন স্বপন। ঘটনার পর থেকেই তাঁর খোঁজে তল্লাশি জারি রাখে দিঘা মোহনা কোস্টাল থানার উদ্ধারকারী দল। অবশেষে এদিন মঙ্গলবার নিউ দিঘায় ভেসে উঠল নিখোঁজ যুবকের দেহ।

অপরদিকে সমুদ্রে তলিয়ে গিয়ে প্রাণ গেল হুগলির ধনিয়াখালির বশোগ্রামের বছর সাতাশের এক বাসিন্দার। এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা সৈকত শহর দিঘায়।

সোমবার দুপুর দুটো দু’টো নাগাদ ওল্ড দিঘার সিওর ঘোলাঘাটে আত্মীয়-স্বজনের সাথে স্নান করতে নেমে তলিয়ে যায়। এদিন বেলা প্রায় বারোটা নাগাদ নিউ দিঘার নতুন জগন্নাথ মন্দির ঘাটের অদূরে দেহ ভাসতে দেখে পুলিশ কর্মীরা উদ্ধার করে দীঘা রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

তারপর পরিবারের লোক সনাক্তকরণ করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয় বলে পুলিশ সূত্রের খবর। এই দুই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা সৈকত নগরী জুড়ে।





