Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

।। এগরা সারদা শশীভূষন কলেজে নবীন বরন ।।

মারন ভাইরাস করোনা আবহের জেরে রাজ্যের অন্যান্য প্রান্তের মত পূর্ব মেদিনীপুর জেলার এগরা সারদা শশীভূষন কলেজের পঠন পাঠন বন্ধ হয়ে গেছিলো। সেই সঙ্গে নানান সাংস্কৃতিক কর্মসূচি। এবার করোনা কাটিয়ে মহা সমারোহে পূর্ব মেদিনীপুরে এগরা সারদা শশীভূষণ কলেজে অনুষ্ঠিত হলো নবীন বরণ উৎসব।

এদিন এগরা কলেজ প্রাঙ্গনে আয়োজিত নবীন বরণ উৎসবের সূচনা করেন স্থানীয় বিধায়ক তরুণ কুমার মাইতি।

তিনি বলেন ছাত্র ছাত্রীদের পড়াশোনার প্রতি অতন্ত মনোযোগী হতে হবে। শুধু মাত্র পুঁথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। ছাত্র ছাত্রীদের নৈতিক জ্ঞানের উপর আরও জোর দিতে হবে। কারণ ছাত্র – ছাত্রীরা আগামীদিনে দেশের ভবিষ্যত। তাঁরা সমাজকেও রক্ষা করবে।

এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এগরা কলেজের অধ্যক্ষ দীপক কুমার তামিলি। তিনি বলেন ছাত্র ছাত্রীদের মধ্যে একটা উদ্দীপনা আছে। কারণ গত ২ বছর ধরে তাঁরা কলেজের কোনো অনুষ্ঠানে যোগ দেয়নি। পাশাপাশি কোনো অনুষ্ঠান ও কলেজে হয়নি কোরোনার জেরে। ছাত্র ছাত্রীরা আগামীদিনে ঐক্যবদ্ধভাবে চলুক। তাঁরা পঠন পাঠনের প্রতি আরও মনোযোগী হোক। এদিন এগরা কলেজের সমস্ত সেমিস্টারের ছাত্র ছাত্রীদের বরণ করে নেওয়া হয়। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে কলেজের ছাত্র ছাত্রীদের উৎসাহ – উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলাসভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, এগরার পুর প্রধান স্বপন কুমার নায়ক, এগরা শহর তৃণমূল সভাপতি তথা এগরা কলেজের তৃণমূল ছাত্র পরিষদের প্রধান পৃষ্ঠপোষক উদয় শঙ্কর পাল প্রমূখ। অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজ বিশাল সংখক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

Related News

Also Read