Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

।। সরকারী জমির উপরে বে আইনি নির্মান ভাংগলো হাইকোর্টের নির্দেশে ।।

প্রদীপ কুমার মাইতি :- হাইকোর্টের নির্দেশে অবৈধ নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দিলেন প্রশাসন। ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের ছত্রী গ্রাম পঞ্চায়েতের রাসন মৌজায় গ্যাংটাপুকুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার।

স্থানীয় সূত্রের খবর, দীর্ঘ প্রায় কুড়ি-বাইশ বছর ধরে গ্যাংটাপুকুরে রাস্তার ধারে পিডব্লিউডি জায়গার উপরে স্থানীয় এলাকার বেশ কয়েকজন অবৈধ নির্মাণ করে ছিল বলে অভিযোগ। পাশাপাশি দোকানঘর করে পসরা সাজিয়ে রমরমিয়ে ব্যবসা করছিল। বহুবার বলা সত্বেও তাঁদের কর্ণপাত হয়নি।

এরপরে স্থানীয় এলাকার এক বাসিন্দা কোলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁরা ২০২০ সালে উচ্চ আদালতে মামলাও করেন। প্রায় দু’বছর পর আদালত একখানা অবৈধ নির্মাণ প্রশাসনকে ভাঙার নির্দেশ দেন।

আদালতের নির্দেশক্রমে মঙ্গলবার গ্যাংটাপুকুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন ঘোষ ও এগরার আইসি মৌসম চক্রবর্তীর নেতৃত্বে বিশাল সংখ্যক পুলিশ বাহিনীর উপস্থিতিতে এ দিন এক খানা অবৈধ নির্মাণ ( দোকানঘর) উচ্ছেদ করা হয়েছে বলে দাবি প্রশাসনের। তবে গ্যাংটাপুকুরে আরও অবৈধ নির্মাণ ভাঙার দাবিতে সরব হন এলাকাবাসীদের একাংশ।এ বিষয়ে অবিলম্বে প্রশাসনের পদক্ষেপ দাবি করেছেন গ্রামবাসীরা ।

গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি প্রশাসনের। এ প্রসঙ্গে এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙা হয়েছে। আরও যারা অবৈধ নির্মাণ করেছে তাদেরও সরকারিভাবে নোটিশ করা হয়েছে।

Related News

Also Read