নিয়ন্ত্রণ হারিয়ে পাথর বোঝাই গাড়ি উল্টে গেলে পাশে থাকা এক যুবকের চাপা পড়ে মৃত্যু হয়।স্থানীয় সূত্রে জানা গেছে রামনগর ২ ব্লকের কালিন্দী গ্রাম পঞ্চায়েত এলাকার কালিন্দী গ্রামে আসেক আলী খাঁন বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল রাস্তার ধারে। রাস্তা দিয়ে পাথর বোঝাই গাড়ি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায়। গাড়ির নিচে চাপা পড়ে যায় বাইকসহ আশেক।
গাড়ির নিচ থেকে তাকে উদ্ধার করে কাঁথি মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। আসেক আলী খাঁন (৫০)এর বাড়ি কালিন্দী গ্রামে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে।
Post Views: 6