Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

কন্টাই লায়ন্স ক্লাবের ডায়রিয়া প্রতিরোধ ও ব্যবস্থাপনা কর্মশালা

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির লায়ন্স ক্লাব অফ কন্টাইর উদ্যোগে মাদার নার্সিংহোমে ডায়রিয়া প্রতিরোধ ও ব্যবস্থাপনা কর্মশালা আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যসেবা পেশাজীবীরা ডায়রিয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

ডা: নন্দিতা পট্টনায়ক ডায়রিয়ার সংজ্ঞা ও লক্ষণসমূহ নিয়ে আলোচনা করেন,
ডা: অনুতোষ পট্টনায়ক হাত ধোয়ার সঠিক পদ্ধতি ও ওআরএস ও জিংক এর উপকারিতা নিয়ে আলোচনা করেন।

অশোক নন্দ বিশুদ্ধ পানীয় জলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
ডা: গৌতম জানা ডায়রিয়া এবং শিশু মৃত্যুর উপর প্রাঞ্জল বক্তব্য রাখেন।

এই অনুষ্ঠানে কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি শান্তনু গিরি পৌরহিত্য করেন,
     সঞ্চালনা করেন ভাইস প্রেসিডেন্ড তরুণ মহাপাত্র।

Related News