Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

কুম্ভ মেলায় নিখোঁজ পূর্ব মেদিনীপুরের অর্চনা মাইতি ও পবন জানা, উৎকণ্ঠায় পরিবার

কুম্ভ মেলার গিয়ে নিখোঁজ পূর্ব মেদিনীপুরের তমলুকের কালিকাপুর গ্রামের ৬২ বছর বয়সী অর্চনা মাইতি। এছাড়াও জুনপুট কোস্টাল থানার ছোট বানতলিয়া গ্রামের পনব কুমার জানার কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা । পবন বাবুর বয়স প্রায় ৬০ বছর। এই ঘটনায় ভেঙ্গে পড়েছে কান্নায় ভেঙে পড়েছে দুই নিখোঁজের পরিবারের লোকেরা।

কুম্ভ মেলার উদ্দ্যেশ্যে প্রতিবেশী আত্মীয়সহ মোট আটজনের সাথে অর্চনা দেবী সোমবার বেরিয়ে যায় বাড়ি থেকে।  মঙ্গলবার প্রয়াগরাজ পৌঁছানোর পর  নিখোঁজ হয় ৬২ বছর বয়সী অর্চনা মাইতি। কপালে চিন্তার ভাঁজ পড়েছে পরিবার পরিজনদের মধ্যে। কান্নায় ভেঙে পড়েছেন পরিবার আত্মীয়-স্বজন।

ইতিমধ্যেই মঙ্গলবার রাতেই পদপিষ্ট হয়ে প্রায় ৩০ জন পুন্যার্থীর মৃত্যু হয়, যা নিয়ে ইতিমধ্যেই আশঙ্কায় রয়েছে বহু মানুষজন। এখনও পর্যন্ত খোঁজ মেলেনি ওই মহিলার। অর্চনা মাইতির ছবি হাতে নিয়ে তাঁর ফিরে আসার অপেক্ষায় দিন গুনছে তাঁর মেয়ে।
ওই মহিলার সাথে যারা কুম্ভ মেলার উদ্দ্যেশ্যে গিয়েছিল তাঁদের সাথে বাড়ি থেকে ফোন করে যোগাযোগ করা হলে জানা যায় ওই মহিলার এখনও খোঁজ মেলেনি। বিভিন্নভাবে খোঁজার চেষ্টা করা হলেও কোথাও খোঁজ মেলেনি ওই মহিলার। যার ফলে এক প্রকার আশঙ্কার মধ্যে রয়েছে মহিলার পরিবারের লোকজনরা।
ওই মহিলার সাথে যারা গিয়েছিল তারা স্থানীয় বিভিন্ন প্রশাসন দপ্তর, কিংবা অনুসন্ধান অফিস, হাসপাতাল, ঘুরে দেখলেও কোথাও মেলেনি তাকে। শেষমেষ অর্চনা দেবীর সাথে যারা গিয়েছিলেন তাঁরা বাড়িমুখী হয়েছেন ওখান থেকে ।

অপরদিকে জুনপুট কোস্টাল থানার ছোট বানতলিয়া গ্রামের পবন কুমার জানা তার বন্ধুদের সাথে প্রয়াগরাজ গেছিলেন।ত্রিবেনী সংগমে স্নান করতে নামার পর থেকে পবন বাবুর কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা বলে তাঁর ছেলে আনন্দ জানা জানিয়েছেন।পবন বাবুর খোঁজে ইতিমধ্যেই আনন্দ জানা সহ তাদের আত্মীয়রা গাড়ী নিয়ে প্রয়াগরাজের উদ্দ্যেশে রওনা দিয়েছে বলে জানা গেছে।

Related News