Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

রাজ্য কোয়াডেশন কমিটির দক্ষিণ ২৪ পরগনা জেলা শাখার সম্মেলন 

প্রদীপ কুমার সিংহ

 

রাজ্যের কোঅডিশন কমিটির দক্ষিণ ২৪পরগনা জেলার সম্মেলন হল বারুইপুর পদ্মপুকুর কোঅডিশন কমিটির অফিসে রবিবার। এই সম্মেলনে মঞ্চটির নাম দেওয়া হয় কমরেড প্রণব চট্টোপাধ্যায় কমরেড সুনীল পাল নগর।কো অডিশন কমিটির সম্পাদক রজত সাহা সাংবাদিকদের বলেন রাজ্য কমিটির কোঅর্ডিশন কমিটির রাজ্য সম্মেলন আগামী জানুয়ারি মাসে তার আগে প্রত্যেক জেলায় এই রবিবার এই সম্মেলন হচ্ছে।দক্ষিণ ২৪ পরগনা জেলায় এই সম্মেলন হয় একদিনের জন্য।দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন জায়গা থেকে যতগুলো কমিটি আছে সেই কমিটিগুলোই এক্সিকিউটিভ সদস্যরা এই কো অডিশন কমিটি সম্মেলন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এই সম্মেলনে ৩৩ টি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সেই দাবিগুলির মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা , ডি এ দাবি,শ্রম আইন পরিবর্তন ও তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের গাইড লাইন কি হবে তা নিয়ে আলোচনা, নিজেদের বিভাগীয় দাবি,রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া দাবিতে সেই সঙ্গে রাজ্য সরকার কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়। এই সম্মেলন শুরু হয় সকাল ন’টার নাগাদ তার শেষ হয় বিকেল পাঁচটার সময়। এই সম্মেলনে আগত প্রতিনিধিরা জানান যে আলোচনা হয়েছে তাতে খুশি তারা। আগামী দিনে এই আলোচনা গুলোই জানুয়ারি মাসে যে কেন্দ্রীয় রাজ্য কোডিয়েশন কমিটির সম্মেলনে তোলা হবে। রবিবার এই সম্মেলনে প্রায় ২০০ দক্ষিণ ২৪ পরগনা জেলার কো অর্ডিনেশন কমিটি সদস্যরা অংশগ্রহণ করেছে।

Related News

Also Read