Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ১৪ই নভেম্বর, ২০২৫ )

রাজদূত ব্যায়ামাগার ও লিও ক্লাবের রক্তদান শিবির

শ্যামা পূজা উপোলক্ষ্যে রবিবার কাঁথির রাজদূত ব্যায়ামাগার ও কাঁথি লিও ক্লাবের পরিচালনায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।শিবিরের উদ্বোধন করেন ব্যায়ামাগারের সহ সভাপতি আইনজীবি রামকৃষ্ণ পন্ডা।শিবিরের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা: অনুতোষ পট্টনায়ক,ডা: অনুতোষ পট্টনায়ক,লিও ক্লাবের সভাপতি অনিক গিরি প্রমুখ।

শিবিরটি পরিচালনায় করেন কাঁথি লিও ক্লাবের সৌমদীপ মান্না,অরিত্র দে,অর্কপ্রভ পন্ডা,ব্যায়ামাগারের কোষাধ্যক্ষ অজয় প্রধান প্রমুখ।

রাজদূত ব্যায়ামাগারের সম্পাদক রাজনন্দিনী নন্দ মিশ্র জানিয়েন শিবিরের কয়েক জন মহিলা সহ প্রায় ৫০ জন রক্ত দান করেছেন।এই শিবির থেকে প্রত্যেক রক্তদাতার হাতে একটা করে ফুলের চারা গাছ তুলে দেওয়া হয়েছে

Related News

Also Read