Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

কাঁথির সফল ক্যারাটেবিদদের সম্বর্ধনা ।

কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত
ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে পূর্ব মেদিনীপুর জেলা কাঁথির থেকে অংশ গ্রহনকারী সফল খেলোয়াড়দের সম্বর্ধিত করলো অল ইন্ডিয়া সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

গত ২৯ ও ৩০ জুলাই আয়োজিত
এই প্রতিযোগিতায় বিভিন্ন দেশের বহু প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। সেখানে বয়সভিত্তিক আলাদা আলাদা বিভাগে অন্যান্য খেলোয়াড়দের সাথে কাঁথির তিন সফল ক্যারাটেবিদও অংশ গ্রহন করেছিলো

কাঁথি মুসলিম গার্লস হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সালমা খাতুন ‘কাতা’ বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছে। আর কাঁথি রহমানিয়া হাই মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র শেখ শাহাজান ‘কুমেতা’ বিভাগে তৃতীয় হয়েছে এবং ‘কাটা’ বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছে।উল্লেখ্য এরা সম্পর্কে ভাই-বোন।শেখ শাহাজান ও সালমা খাতুন কাঁথি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা

এরা ছাড়াও রঘুরামপুর টেগর ইনস্টিটিউশন দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সোহানা খাতুন কাতা ও কুমেতা বিভাগে তৃতীয় হয়েছে ।

ক্যারাটে প্রতিযোগিতায় এই সফল প্রতিযোগিদের সিম্বর্ধনায় উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী মঞ্জুর রহমান খান সাহেব, সম্পাদক শেখ নুর ইসলাম সহ-সভাপতি সেক সাবার। মেডিকেল সেলের চেয়ারম্যান ডা: কাসেদ খান। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠন অন্যতম সদস্য ডা: সেক সাকিল সদস্য শেখ সতু,আখতার আলি খাঁন,সেক নুর জামাল, সেক আজম,তপন বারিক,সাহেনসাহা, মুন্না, সেক মাজেদ প্রমূখ ।

Related News

Also Read