পঞ্চায়েত নির্বাচনের আগে বড় ধাক্কা খেলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে বড় ভাঙ্গন ধরলো বিজেপিতে।মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষের হাত ধরে প্রভাবশালী নেতা সদলবলে পদ্ম ছেড়ে জোড়াফুল শিবিরে যোগ দিলেন । তার আগে সভাস্থলে সাইকেলে চড়ে আসেন কুনাল ঘোষ।তাই নিয়ে স্থানীয় তৃনমূল কর্মীদের মধ্যে উৎসাহ ছিলো চোখে পড়ার মত ।
সভায় প্রধান বক্তা ছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।এছাড়াও ছিলেন জেলা যুব সভাপতি সুপ্রকাশ গিরি, নন্দীগ্রাম-১ ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ, সবুজ প্রধান, জয়দেব দাস প্রমুখ।
এই সভা থেকে এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতাকে তীব্র আক্রমণ করেন কুনাল ঘোষ। কুনাল ঘোষ বলেন, লোডশেডিং করে দুনম্বরি মাধ্যমে জেতা বিধায়ক এবার নন্দীগ্রাম ছেড়ে পালানোর চেষ্টা করছে ।ভোটে জয় পরাজয়ের মামলা থেকে নিস্তার পেতে লোকসভা ভোটে অন্যত্র প্রার্থী হতে চাইছে শুভেন্দু। কিন্তু সেখানেও আমরা ওকে গো-হারা হারাব। এখানেও হারবে, সেখানেও হারবে।
নন্দীগ্রামের ভেকুটিয়া অঞ্চলের জেলেমারি গ্রামে বিজেপির মণ্ডল কমিটির নেতা এবং মণ্ডল সভাপতির ভাই এদিন তৃণমূলে যোগ দেন।গাড়ি ছেড়ে প্রথমে পায়ে হেঁটে, পরে সাইকেলে করে সভাস্থলে পৌঁছন কুণাল ঘোষ।