Select Language

[gtranslate]
২২শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ৭ই নভেম্বর, ২০২৫ )

।। মাজনায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে উত্তেজনা ।।

কাঁথি ১ নম্বর ব্লক মাজেনা এলাকায় এক গৃহবধূ অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
মৃতার নাম হামিদা বিবি। তাকে মারধর ও ফাঁস দিয়ে ঝুলিয়ে দেয় বলে অভিযোগ তার বাপের বাড়ি লোকজনদের। শুধু তাই নয়, মাজনা হাসপাতালে ভর্তি করে পালিয়ে যায় তার শ্বশুরবাড়ির লোকজনেরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মৃতার ভাই উত্তর দারুয়া বাসিন্দা সেক সামিউল উদ্দিন কাঁথি থানায় অভিযোগ দায়ের করেছে। তাঁর অভিযোগ তাঁর বোনকে খুন করা হয়েছে। ঘটনার বিবরণ জানা গেছে। গত চার বছর আগে মাজনার বাসিন্দা সেক রবিউল এর সাথে হামিদার বিয়ে হয়েছিল। তাদের একটি কন্যা সন্তানে রয়েছে। সামিউল উদ্দিনের অভিযোগ আমরা শনিবার দুপুরে জানতে পারি, বোন অসুস্থ অবস্থায় মাজান হাসপাতলে ভর্তি রয়েছে। তারপর হাসপাতালে গিয়ে বোনকে মৃত অবস্থায় দেখি। কিন্তু তাঁর শ্বশুরবাড়ির লোকজন তাঁর পালিয়ে যায়। বিয়ের পর থেকে আমার বোনের উপরে শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। তারাই তাকে খুন করেছে। পুলিশকে প্রয়োজনীয় প্রদক্ষেপ নিতে আর্জি জানানো হয়েছে। মাজনা হাসপাতাল থেকে মৃতদেহ কে উদ্ধার করে পুলিশ কাঁথি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছিল। গতকাল এখানে ময়নাতদন্ত না করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজে রেফার করা হয়েছে বলে মৃতার পরিবার সূত্রে জানা গেছে। পুলিশ জানিয়েছে ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ পরিষ্কার হবে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Related News

Also Read