প্রদীপ কুমার সিংহ সকালবেলা হেডফোন কানে দিয়ে বসে ছিল এক নাবালিকার ট্রেন লাইনের মধ্যে ট্রেন দ্রুতগতিতে আশায় ড্রাইভার ট্রেনের হর্ন দিলেও শুনতে না পাওয়ায় নাবালিকার প্রাণ গেল ট্রেনের ধাক্কায়। এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার সকালে শিয়ালদা দক্ষিণ শাখা ক্যানিং লাইনে বিদ্যাধরপুর ও কালিকাপুর এর মাঝে রেল লাইনে। স্থানীয় সূত্রে খবর মৃত নাবালিকার নাম দিপসা পাল। বাড়ির সোনারপুর থানার অন্তর্গত বিদ্যাধরপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর সকালে দীপসা বিদ্যাধরপুর ও কালিকাপুর এর মধ্যে মেলিয়া স্কুলের কাছে আপ রেললাইনে বসে হেডফোনে কথা বলছিল।
এমন সময় ক্যানিং থেকে শিয়ালদা গামী একটি ট্রেন আপ লাইন দিয়ে কালিকাপুর ও বিদ্যাধরপুর মাঝে আশায় ট্রেনের ড্রাইভার অনেকবার হর্ন বাজিয়েছিল কানে হেডফোন থাকায় শুনতে না পাওয়ায় ট্রেনের ধাক্কায় দীপসা ছিটকে পড়ে লাইনের পাশে। গুতর আঘাত লাগে মতাসহ দেহের বিভিন্ন জায়গায়। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে তাকে সোনারপুর গ্রামীণ হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এলাকায় মৃতের সংবাদ আসলে শোকের ছায়া নেমে আসে। পরে সোনারপুর স্টেশনে জিআরপির পুলিশের পক্ষ থেকে তার নিথর দেহটি ময়নাতন্ত্রে পাঠায়। স্থানীয় বাসিন্দারা বলে কালিকাপুর ও বিদ্যাধরপুর এলাকায় রেল লাইনের মাঝে আগে অনেক ঘটনা ঘটেছে। পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।





