Select Language

[gtranslate]
৩রা অগ্রহায়ণ, ১৪৩২ মঙ্গলবার ( ১৮ই নভেম্বর, ২০২৫ )

কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিলেন বিধায়ক

প্রদীপ কুমার সিংহ

 বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১৫ টি গ্রাম পঞ্চায়েতের মাধ্যমিক,উচ্চমাধ্যমিক স্কুলের 2025 সালে যারা মাধ্যমিক,উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে কৃতি ছাত্র-ছাত্রীদের রবিবার সংবর্ধনা দেন বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সরদার। এই অনুষ্ঠানটি হয় বারুইপুর চম্পাহাটি সুশীল কর কলেজে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাগ সরদার যাদবপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী বারুইপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্যাম সুন্দর চক্রবর্তী বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপদান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বারুইপুর ব্লকের ৯টি গ্রাম পঞ্চায়েত এবং জয়নগর ব্লকের ৬টি গ্রাম পঞ্চায়েত মোট ১৫টি গ্রাম পঞ্চায়েতে প্রায় প্রায় ২২ থেকে ২৫ টি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্কুলের একশোর বেশি ছাত্র-ছাত্রীদের বই, উত্তরীয়, মেমেন্টো,মিষ্টির প্যাকেট সহ অন্যান্য জিনিস দিয়ে রবিবার বিকালে এই সংবর্ধনা দেওয়া হয়। বিধায়ক বিভাস সরদার বলেন প্রতিটি মানুষের পড়াশোনা ক্ষেত্রে খুবই উচ্চ জায়গা নিয়ে যায়।

ছাত্রছাত্রীরা ভালো পড়াশোনা করলে ভালো সমাজ গড়ে ওঠে। পড়াশোনা মাধ্যমে সমাজকে উন্নত বলা যায়। যেসব ছাত্র-ছাত্রীরা আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের সবাইকে আশীর্বাদ ও ভালোবাসা জানায় বিধায়ক। আগামী দিনে আরো পড়াশোনা করে সমাজে ভালো ও উন্নয়ন করা যায় সেই দিকেই সবাইকে লক্ষ্য রাখতে হবে। শুভাশিস চক্রবর্তী বলেন সমাজ গড়ার কাজ করে ছাত্রছাত্রীরা। আগামী দিনে এই ছাত্র-ছাত্রীরাই যাতে আরো ভালো ভাবে এগিয়ে যেতে পারে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ছাত্রছাত্রীরা আগামী দিনে ভারত তথা পৃথিবীর জুড়ে নাম করবে সেই আশায় করে। উপস্থিত ছাত্র-ছাত্রীদের তাদের শুভেচ্ছা জানান।

Related News

Also Read