Select Language

[gtranslate]
২২শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ৭ই নভেম্বর, ২০২৫ )

নরিহা নবদিগন্ত বিদ্যাভবন স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার অন্তর্গত নরিহা নবদিগন্ত বিদ্যাভবন স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হল। এই সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থিত ছিলেন রামনগর ১ পঞ্চায়েত সমিতি সদস্য দীপক সার। উপস্থিত ছিলেন দীঘা বিদ্যাভবন প্রধান শিক্ষক শুভেন্দু করান ও স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকাগণ সহ স্কুলের ছাত্র-ছাত্রীদের সঙ্গে সমস্ত অভিভাবকবৃন্দ।

পড়ুয়াদের উদ্দেশ্যে দীপক বাবু বলে বাবা মাকে ভালো বাসতে হবে। পাশাপাশি ঠিক তেমন মাস্টার মশাই কে ভালোবাসতে হবে তবেই তুমি সামনে এগিয়ে যেতে পারবে।, আরো বলেন শিক্ষা আনে চেতনা, চেতনা আনে মুক্তি, আনে বিপ্লব । এবং বলেন সবুজ বাঁচাতে হবে একটা গাছ একটা প্রাণ তার সাথে বললেন পরিবেশকে সুস্থ রাখতে হবে ও প্লাস্টিক বর্জন করতপ হবে। পরে ছাত্র-ছাত্রীদের দারা পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষে সকলকে ধন্যবাদ জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

Related News

Also Read