বিজেপির পর এবার পটাশপুরে বিজেপিতে ভাঙ্গন ধরালো শাসক দল তৃণমূল ।
শাসক দলের এক কর্মী সম্মেলনে সিপিএমের পাঁচটি পরিবারের মোট ২৫ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করল
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের খড়াই কোটবাট উত্তর বুথ তৃণমূল কার্যালয়ে সিপিএম ছেড়ে তৃণমূলের যোগদানকারীদের হাতে পতাকা তুলে দেন পঁচেট চার নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজিৎ মাইতি।
উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি পীযুষ পন্ডা, কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মৃণাল কান্তি দাস,পাঁচেয়াত গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজিৎ মাইতি, উপপ্রধান. সদরুল আমিন সহ অন্যানরা
Post Views: 19