ইন্দ্রজিৎ আইচ :- শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের ছোটোবেলা থেকে সঠিক শিক্ষা দিলে বড় হয়ে নিজের কেরিয়ার আরো উন্নতি করতে পারবে। সেই উদ্দেশ্য নিয়ে ইমন রায় এর উদ্যোগে চালু হলো টালিগঞ্জ মালঞ্চ র পাশে নতুন প্লে স্কুল
” বিয়ন্ড ক্রিয়ানস ” ।
সম্প্রতি এই স্কুল এর উদ্বোধন করেন প্রাক্তন শিক্ষিকা মন্দিরা দেবনাথ, বিখ্যাত পেডিয়াট্রিক মেডিসিন এর ডা: অরুণ আলোক ভট্টাচার্য্য।
এক সাংবাদিক সম্মেলনে এই প্লে স্কুলের কর্ণধার
ইমন রায় জানালেন বাবা মায়ের সুবিধার জন্য দুটি ভাগে এখানে বাচ্চাদের পড়ানো হবে। যে কেউ যে কোন সময় বাচ্চা কে আসতে পারেন। আড়াই ঘণ্টার ক্লাস। আমাদের এখানে ফ্যাকাল্টি চার থেকে পাঁচ জন আছেন। শিশু দের শেখানো হবে লেখাপড়ার পাশাপাশি এবাকাস , ক্রাফট, জিমন্যাস্টিক, স্টোরি টেলিং ও খেলাধুলার জন্য অনেক খেলনা থাকবে। সবকিছু শেখানো হবে।
সব মিলিয়ে আধুনিক বাবা মায়েদের কাছে শিশুদের সঠিক শিক্ষাদানের উপযুক্ত স্থান হল
” বিয়ন্ড ক্রিয়ানস ” ।