বিধায়কের এলাকা উন্নয়ন তহবিল থেকে তিন লক্ষ টাকা ব্যয় ৩০০ মিটার ঢালাই রাস্তা নির্মাণের কাজ শুরু হল। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি তার এলাকা উন্নয়ন তহবিল থেকে এই অর্থ মঞ্জুর করে রাস্তা নির্মাণ করালেন।

রামনগর বিধানসভার বসন্তপুর গ্রাম পঞ্চায়েতের সাঁতড়া গ্রামে বিধায়ক তহবিল থেকে ঢালাই রাস্তা নির্মাণের কাজ ফিতা কেটে শুভ উদ্বোধন করেন বিধায়ক অখিল গিরি। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা শম্পা মহাপাত্র, বসন্তপুর গ্রাম পঞ্চায়েত প্রধান গৌতম জানা,পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ জইরুল ইসলাম,বিদ্যুৎ কর সহ এলাকার পঞ্চায়েত সদস্য, সদস্য ও বিশিষ্ট মানুষজন।

Post Views: 49





