দুর্গাপুজোর আনন্দ মিটতে না মিটতেই জেলাজুড়ে কালীপুজোর প্রস্তুতি শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকে ইতিমধ্যেই উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে। প্রতিবারের মতো এবারও বালিসাইর ক্লাব ঐক্যতান কালীপুজো নিয়ে উত্তেজনা তুঙ্গে। এই ক্লাব প্রতিবছরই নতুন থিমে জেলাবাসীর মন জয় করে। দীর্ঘ ৩২ বছর ধরে ক্লাব ঐক্যতান রামনগরের বালিসাইর পুজো বিশেষ পরিচিতি গড়ে তুলেছে। ক্লাব ঐক্যতান কালীপুজো শুধুমাত্র থিম বা সাজসজ্জার মধ্যেই সীমাবদ্ধ নয়, সামাজিক দায়বদ্ধতার মাধ্যমেও তাঁরা জেলা বাসির মনে আলাদা জায়গা করে নিয়েছে। প্রতিবছরই ক্লাবের পক্ষ থেকে সমাজসেবামূলক নানা কর্মসূচি নেওয়া হয়। এ বছর পুজো উপলক্ষে ক্লাবের উদ্যোগে এলাকাবাসীর মনোরঞ্জনের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ক্লাব সদস্যরা জানিয়েছেন এই বছরের থিমকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। খুঁটিপুজোর মধ্যে দিয়েই চেনা উৎসবের আবহে নতুন চমকের ইঙ্গিত মিলেছে। জাঁকজমকপূর্ণ খুঁটিপুজোর মধ্য দিয়ে এবারের কালীপুজোর থিম তৈরির কাজ শুরু।বৃহস্পতিবার খুঁটিপুজোর দিন ক্লাব প্রাঙ্গণে ভক্তদের ভিড় ছিল দেখার মতো। উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য, সদস্যা বিশিষ্ট ব্যক্তিত্ব এবং স্থানীয় বাসিন্দারা। প্রতিবারের মতো এই বছরও নজরকাড়া আলোসজ্জা, মনোমুগ্ধকর প্রতিমা এবং দর্শনার্থীদের জন্য নতুন থিমের চমক থাকবে। ক্লাবের সদস্যরা বলছেন, দর্শকদের প্রত্যাশা পূরণই তাঁদের প্রধান লক্ষ্য। থিম নির্মাণ, বিদ্যুৎ, আলোকসজ্জা এবং সামাজিক কর্মসূচির পিছনে পুরো বাজেটের বড় অংশ ব্যয় করা হচ্ছে। পুজোর প্রতিটি দিনই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। এছাড়াও বিশাল প্রসাদ বিতরণ উৎসব অর্থাৎ অন্য মহোৎসবের





