Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

দুবলাবাড়ি ট্যাংরামারি সমবায় কৃষি উন্নয়ন সমিতি’তে জয়ী তৃণমূল

পূর্ব মেদিনীপুর জেলার  রামনগর ১ ব্লকের তালগাছাড়ি ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় ‘দুবলাবাড়ি ট্যাংরামারি সমবায় কৃষি উন্নয়ন সমিতি’তে বিপুল জয় পেল তৃণমূল। এই সমবায় সমিতিতে শূন্য হল বিজেপি। এই তালগাছাড়ি ২ পঞ্চায়েত বিজেপির দখলে রয়েছে। বিজেপি পঞ্চায়েত এলাকার মধ্যে এই সমবায় সমিতিতে বিপুল জয়ের পর তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই সমিতির মোট ভোটার ৬৭৬টি। এদিন ভোট পড়েছে এদিন ৬২০টি। 

৯টি আসনের মধ্যে ৯টিতেই তৃণমূল জয়লাভ করে। এরপর তৃণমূল কর্মী সমর্থকদের সবুজ আবির ও বাজি ফাটিয়ে উচ্ছ্বাস ছিল নজরে পড়ার মতো।

আবার ভগবানপুরে বিজেপি-সিপিএমের জোটকে হারিয়ে সমবায় ভোটে জিতল তৃণমূল। ভগবাপুর ১ নম্বর ব্লকের ‘জলিগোপীনাথপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি’-র নির্বাচনে জয়জয়কার তৃণমূল প্রার্থীদের। মোট ১২টি আসনের মধ্যে ১০টি আসন দখল করল শাসকদল। রবিবার সকাল থেকে কড়া পুলিশি নিরাপত্তায় ভগবানপুর ১ ব্লকের বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের জলিগোপীনাথপুর সমবায় কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন হয়। বিকেল না গড়াতেই ১২টি আসনের মধ্যে ১০টি আসনে জয়ী হয় তৃণমূল। ২টি আসনে জয়লাভ করে বিজেপি ও সিপিএমের জোট প্রার্থী। মোট ভোটার ছিল ৬৫৬। ভোট পড়েছে ৫৩৮ টি।

Related News