বিজেপির সংগঠনকে মজবুত করতে কাঁথি সাংগঠনিক জেলার বিভিন্ন এলাকায় সাংগঠনিক সভা করলেন উত্তরপ্রদেশ সরকারের সমবায় মন্ত্রী জে পি এস রাঠোর।

রবিবার রামনগর এর একটি বেসরকারি অতিথিশালায় সাংগঠনিক সভা করেন। এই সভায় উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি সোমনাথ রায়, রাজ্য কমিটির সদস্য তপন মাইতি সহ অন্যান্য নেতৃত্ব।
পরে উত্তর কাঁথি বিধানসভা এলাকায় ও সাংগঠনিক সভা করেন। রবিবার নাচিন্দা তে উত্তর কাঁথি বিধায়ক সুমিতা সিনহা এবং মন্ডল সভাপতি, সাংগঠনিক জেলা সভাপতি সোমনাথ রায় এর উপস্থিতিতে সাংগঠনিক সভা হয়। আজ সোমবার উত্তরকান্তি বিধানসভার অযোধ্যাপুর মঞ্জুশ্রী হলে একটি সাংগঠনিক সভা ও করেন মন্ত্রী।

উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সোমনাথ রায়, কাঁথি পৌরসভার কাউন্সিলর সুশীল দাস, বিধায়ক সুমিতা সিনহা সহ মন্ডল সভাপতি ও স্থানীয় নেতৃত্ব।
পরে বিকালে উত্তর প্রদেশ সরকারের সমবায় মন্ত্রী জেপিএস রাঠোর খেজুরিতে সাংগঠনিক সভা করেন। এই সভায় উপস্থিত ছিলেন সোমনাথ রায়, তপন মাইতি, বিধায়ক শান্তনু প্রামানিক, খেজুরি গ্রাম পঞ্চায়েত প্রধান কালিপদ মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব।এই সকল সভায় বিপুল সংখ্যক বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। কার্যত ২০২৬ এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে জয়ী করার লক্ষ্যে সংগঠনকে আরো শক্তিশালী করতে মন্ত্রীর আগমন এবং সাংগঠনিক সভা করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।





