রাজ্যের কারামন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর মন্ত্রী অখিল গিরির বাড়িতে গিয়ে তাকে সংবর্ধিত করলো কাঁথি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কমিটি সহ শিক্ষক ও যুব সংগঠন।
অপরদিকে কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে পুন নির্বাচিত হওয়ায় বিধায়ক তরুণ কুমার মাইতিকেও বাড়িতে গিয়ে সংবর্ধনা জানালো ১৭ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি সহ শিক্ষক ও যুব সংগঠন।
ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি ও সিস্টার সংগঠনের পক্ষ থেকে ফুল, ড্রাইফুড ও মিষ্টির ডালি উপহার স্বরূপ তুলে দেওয়া হয়।
দুই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়ার্ড কমিটির সভাপতি কমলেন্দু দাস , বুথ সভাপতি পল্লব দত্ত, কাঞ্চন পন্ডা, স্বর্ণেন্দু রাউত, শিক্ষক সংগঠনের পক্ষে অমলেশ দাস, অসিত বিশাল, ঋষিকেশ দাস, সোনাই দত্ত , দেবাশীষ দাস ও মিলন জানা। যুব সংগঠনের পক্ষে স্বর্ণেন্দু মাইতি, নন্দিনী জানা, শক্তিপদ চক্রবর্তী , জন্মেজয় জানা প্রমুখ।