বিয়েতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে ম্রতিত্যু হল বরের বন্ধুর।ঘটনাটাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে
শুক্রবার রাতে বিয়ে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এই যুবকের। মৃত যুবকের নাম দীপ ঘড়া।মৃতের বয়স ১৮ বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বন্ধুর বিয়েতে যোগ দিতে এক বাইকে করে তিন যুবক গন্তব্যস্থলের দিকে যাচ্ছিলো।বাইক নিয়ে দ্রুতগতিতে গ্রামীণ রাস্তা দিয়ে যাওয়ার সময় তমলুক থানার নীলকুন্ঠ্যা অঞ্চলের উত্তর হরশংকর গ্রামের রাস্তার ধারে একটি ইলেকট্রিক পোস্টে বাইক নিয়ন্ত্রন হারিয়ে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে ভেঙে পড়ে যায় ওই ইলেকট্রিক পোস্ট। দুর্ঘটনা জেরে গুরুতর আহত হয় তিন যুবক। দুই যুবকের চোট গুরুতর না হয় স্থানীয় বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এবং দীপ ঘড়া নামের এই যুবককে তমলুক পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎস্যকেরা






