পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত গণপতিনগর গ্রামে গত ৪ তারিখ রাত্রে একটি কুমোরটুলিতে একাধিক প্রতিমা ভাঙচুরের ঘটনায় এলাকায় চাঞ্চল্য! রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিশ্ব হিন্দু পরিষদের বজরং দলের কর্মীদের ।

গণপতি নগরে টিল ছোঁড়া দূরত্বই রয়েছে জেলা প্রশাসন কার্যালয় এবং এস পি অফিস। তার মধ্যেও গত কয়েক মাস আগে এই গ্রামে একটি মন্ডপে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে আর ছ মাস যেতে নাই যেতেই শুক্রবার রাতের অন্ধকারে প্রায় ৪০ থেকে ৪৫টি লক্ষ্মী প্রতিমা এবং কালীর প্রতিমা ভাঙচুর চালায় দুষ্কৃতীরা!

এই ঘটনার প্রতিবাদ জানাতে নারিকেলদা বাস স্ট্যান্ড থেকে হিন্দু পরিষদের বজরঙ্গ দল প্রতিবাদ মিছিল সংঘটিত করে। এই মিছিল নারকেলদা থেকে নিমতৌড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত জাতীয় সড়ক ধরে চলে এই প্রতিবাদ মিছিল । নিমতৌড়িতে এসে টায়ার জ্বালিয়ে এবং ভাঙ্গা প্রতিমা গুলি রাস্তার ওপর রেখে প্রতিবাদ জানানো হয় । এই অবরোধ প্রায় এক ঘন্টা ধরে চলে। তারপর তমলুক থানার আইসির আশ্বাসে এই অবরোধ তুলে নেয় বিশ্ব হিন্দু পরিষদের বজরঙ্গ দল।





