Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

সারদাদেবীর জন্মতিথি  বিশেষ  উদযাপন হলদিয়ায় রামকৃষ্ণ সারদা মিশনে

শ্রীশ্রী মা সারদাদেবীর ১৭২তম জন্মতিথি  বিশেষ  মর্যাদা  সহকারে পালিত হল দুর্গাচক সংলগ্ন  রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম হলদিয়া’র সারদাতীর্থ ভবন প্রার্থনা সভাকক্ষে। ভোরে মঙ্গলারতি,  বেদ ও গীতা পাঠ এবং স্তবগানের মধ‍্যদিয়ে  মাঙ্গলিক অনুষ্ঠানের প্রারম্ভিক শুভ সূচনা হয় ।  সকাল ৮ টা থেকে শুরু হয় বিশেষ পূজা, পাঠ, পুষ্পাঞ্জলি,  ভক্তিগীতি, হোম ও দুপুরে  ভোগরাগ নিবেদন।  এর পাশাপাশি মিশন আশ্রমের  শিশুদের মানবিক উৎকর্ষ  বিকাশ কর্মসূচীর সকল পড়ুয়ারা পরিবেশন করে সমবেত  ভক্তিগীতি  ও শ্রীশ্রী সারদা মায়ের স্তবগান ও বন্দনা।

মায়ের জীবন ও আর্দশ প্রসঙ্গ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় পৌরহিত্য করেন রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম হলদিয়ার সাধারণ সম্পাদক স্বামী বিবেকাত্মানন্দজী মহারাজ। সভাশেষে  ভক্তিগীতি  পরিবেশন করেন দেবীশঙ্কর চাট‍্যার্জী। অনুষ্ঠানে আগত ভক্তদের বসিয়ে  প্রসাদ খাওয়ানোর ব‍্যবস্থা হয়।  সন্ধ্যায় শুরু হয় সন্ধ্যারতি ও বিশেষ প্রার্থনা সংগীত।

Related News

Also Read