Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

ময়না জনসেবা সমবায় কৃষি উন্নয়ন সমিতির সমবায় নির্বাচনে জয়ী তৃণমূল।

পূর্ব মেদিনীপুরের আরও এক সমবায়ে একচেটিয়া জয় পেল তৃণমূল। পূর্ব দক্ষিণ ময়না জনসেবা সমবায় কৃষি উন্নয়ন সমিতি জেলার মধ‍্যে অন‍্যতম বড় সমবায়। স্থানীয় বিধানসভা ও পঞ্চায়েত দখলে আছে বিজেপির।তারপরেও সমবায় নির্বাচনে রাজ্যের শাসক দলের বিপুল জয় আলোড়ন ফেলেছে রাজনীতিতে।


এই সমবায়ে রয়েছেন ১০২৩ জন ভোটার যাদের বাড়ি ময়না, নোনাকুড়ি, শ্যামগঞ্জ, পূর্ব দোবান্ধি ও পাটনা গ্রামে। এর মধ‍্যে বেশীরভাগ গ্রাম কার্যত ভাজপার দখলে। সেই সমবায়েই প্রার্থীই দিতে পারল না ভাজপা। শনি এবং রবিবার ছিল মনোনয়ন জমা এবং প্রত‍্যাহারের শেষ দিন। দেখা যায় ৪২ আসনে শুধুমাত্র তৃণমূল প্রার্থী দিয়েছে। ভাজপা, সিপিএম বা কংগ্রেসের কোনও প্রার্থীই নেই। রবিবার বিকেল পর্যন্ত অপেক্ষার পরেও বিরোধীদের কোনও প্রার্থী না মেলায় তৃণমূল সমর্থিত প্রার্থীদের-ই জয়ী ঘোষণা করে দেওয়া হয়। প্রসঙ্গত, গতবারেও এই সমিতি বিনা প্রতিদ্বন্দ্বীতাতেই জেতে তৃণমূল ।

Related News

Also Read