২ মে রাজ্যের মাধ্যমিকের ফল প্রকাশ হলো, মাধ্যমিকে এবার ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন ছাত্রছাত্রী পাশ করেছে। পাশের হার ৮৬.৩১ শতাংশ, পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর -১ ব্লকের গোবরা পঞ্চায়েতের গোবরা ইন্দ্রনারায়ণ ক্ষেত্রমোহন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আকনা ঘণ্টশোলা গ্রামের বাসিন্দা অন্নপূর্ণা বেরা ৬৮০ নম্বর পেয়ে বিদ্যালয়ের প্রথম হয়েছে। গোবরা ইন্দ্র নারায়ন ক্ষেত্র মোহন বিদ্যালয়ে মাধ্যমিকে অন্নপূর্ণা বেরা ৬৮০ নাম্বার পেয়ে বিদ্যালয়কে যেমন গর্বিত করেছে, গোবরা অঞ্চলকেও গর্বিত করেছে। অন্নপূর্ণা বেরার সাফল্যে আনন্দিত এবং তার মা বাবা সহ পরিবার গর্বিত। সে এলাকাকে গর্বিত করার জন্য রামনগর বিধানসভার বিধায়ক তৎসহ পশ্চিমবঙ্গ সরকারের কারামন্ত্রী অখিল গিরি অন্নপূর্ণা বেরার বাড়িতে পৌঁছে সম্বর্ধিত করে আশীর্বাদ দিলেন এবং শুভেচ্ছা বিনিময় করলেন।
আগামী দিনে যাতে ভালো ফলাফল করে তার দিকে মন দিতে বলেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সব রকম সহযোগিতা করার আশ্বাস দিলেন। পরিবারের লোকেরা মন্ত্রীকে বাড়িতে পেয়ে আপ্লুত এবং খুশি বলে জানা গেছে। এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর ১ ব্লকের কিষান ও খেত মজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি তৎসহ বিশিষ্ট সমাজসেবী বিশ্বরঞ্জন মিশ্র, বিশিষ্ট সমাজসেবীও প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান বিশ্ব মুকুল দে, ঈশ্বরচন্দ্র বেরা, দীপক পয়ড়্যা, মামনি বারিক, উত্তম পাত্র, শেখ রফিদ, তাপস শীট, রঞ্জন মাইতি, বিভাস রঞ্জন মিশ্র, অমলেন্দু মহাপাত্র, অনুরূপ কর, দেবব্রত চন্দ সহ এলাকার নেতৃত্ববৃন্দ ও গুণীজন।