Select Language

[gtranslate]
২৭শে ফাল্গুন, ১৪৩১ বুধবার ( ১২ই মার্চ, ২০২৫ )

অগ্নিবীণা ক্লাবের ৫০ বছর পূর্তি উপলক্ষে রক্তদান শিবিরের

কাঁথি শহরে অগ্নিবীণা ক্লাবের ৫০ বছর পূর্তি উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হলো রবিবার। কাঁথির জুনপুট মোড়ে নিবেদিতা কমপ্লেক্সে রক্তদান শিবির  শুভ উদ্বোধন করেন কাঁথি পুরসভার প্রাক্তন পুরো প্রধান সিদ্ধার্থ মাইতি। উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ বের, দিলীপ মিশ্র, কাউন্সিলর পম্পা জানা মাইতি,  শক্তি শংকর বেরা, আশিস মাইতি, অমলেশ দাস, অংশুমান বেরা, দেবাংশু নায়ক, পরমেশ্বর জানা, গৌরী নন্দ, তিমির মাইতি ও প্রদীপ কুমার মান্না প্রমূখ।

শিবিরে ৬ জন মহিলা সহ ৫২ জন রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে কাঁথি ব্লাড ব্যাংক। ক্লাব সদস্য প্রদীপ কুমার মান্না বলেন ক্লাবের ৫০ বছর পূর্তি উপলক্ষে রক্তের সংকট মেটাতে ৫০ পাউচ রক্তদানের লক্ষ মাত্র রাখা হয়েছিল। সে জায়গায় ৫২ জন রক্ত দান করেছেন। এর জন্য সংগঠনের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানানো হয়েছে।

Related News