অবাঞ্ছিত মাতৃত্ব ,টিন এজ প্রেগনেন্সি, অবৈধ গর্ভপাত প্রভৃতি বিষয়ের কুফল এবং পরিবার পরিকল্পনার জন্য সরকারের বিভিন্ন ব্যবস্থা সম্পর্কে সেমিনার এবং কর্মশালার আয়োজন করে কাঁথি লায়ন্স ক্লাব।
বিশ্ব জনসংখ্যা পক্ষ উপলক্ষে লায়ন্স ক্লাব অফ কন্টাই সোমবার কাঁথি পৌরসভার কিশোরনগর সুস্বাস্থ্য কেন্দ্র অর্থাৎ ইউপিএইচ সি ২তে এই সেমিনার এবং কর্মশালার আয়োজন করে।
সেমিনারে আলোচনা করেন ডা: অনুতোষ পট্টনায়ক , ডাঃ নাদিম হোসেন, ডাঃ নন্দিতা পট্টনায়ক, পিএইচএন মিতালী ঘোড়াই।
স্বাগত ভাষণ দেন কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন শান্তনু গিরি । ধন্যবাদ জ্ঞাপন করেন লায়ন্স ক্লাবের সদস্য চম্পক ভট্টাচার্য্য।

Post Views: 98





