পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি তিন নম্বর ব্লকের রানীওড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ এর ডাইরেক্টর নির্বাচনে ১২ টি আসনের মধ্যে ১২ টি আসনে জয়লাভ করেছে তৃনমূল সমর্থিত প্রার্থীরা। প্রথমেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল সমর্থিত তিনজন ডাইরেক্টর জয় লাভ করে। করা পুলিশের নিরাপত্তার মধ্যে আজ ৭৭০ জন ভোটার তাদের ভোটাভুটির মাধ্যমে বাকি ৯ টি আসনে জয় যুক্ত করে শাসক দল সমর্থিত প্রার্থীদের। যেখানে সর্বোচ্চ ব্যবধান রয়েছে ২৭৫।

এলাকার তৃণমূল নেতা তথা জেলা আইএনটিটিওসির সভাপতি বিকাশ বেজ বলেন- এই জয় এলাকার সাধারণ মানুষের জয়, এই জয় মা মাটি মানুষের জয়, এই জয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জয়। যে কারণে প্রায় ৩০০ ভোটের ব্যবধানে আমাদের প্রার্থীরা জয়যুক্ত হয়েছে। আগামী দিনে সমস্ত জায়গায় তৃণমূল কংগ্রেস তাদের সফলতা অর্জন করে জয়যুক্ত হবে, এমনটাই আশাবাদী তিনি।

ফলাফল বেরুতেই উচ্ছাসে ফেটে পড়ে এলাকা তৃণমূল কর্মী ও সমর্থকেরা। আবির মেখে আতশবাজি ফাটিয়ে গোটা এলাকা পরিক্রমণ করে।





